জামালপুরে মহান মে দিবস পালিত

প্রকাশ : 2025-05-01 19:23:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে মহান মে দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে শহরের ফৌজদারি মোড় থেকে র‌্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডা: মো: আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন প্রমুখ। 

এদিকেদিবসটি উপলক্ষে শহরের ডিসি পার্কের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে জামালপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।  র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তমালতলা মোড়ে এসে সমাবেশ করে। 

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পদক ফিরোজ মিয়া, যুবদল নেতা জিয়াউল হক জিয়া, শ্রমিকদল নেতা রেজাউল করিম নিলু, সাজু প্রমুখ।অপরদিকে এছাড়াও উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি ও সমাবেশ করে।