জামালপুরে বাঁশচড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ : 2025-05-21 19:10:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে বাঁশচড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া সৈনিকের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের বন্ধু লিটন ভ্যান্ডার (৫১) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বুধবার (২১মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইলের বাড়ী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের ঢেওয়েরচালা গ্রামে। সে ওই গ্রামের মৃত মিয়া মাহমুদ মুন্সীর ছেলে। এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত লিটন ভ্যান্ডারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে লিটন ভ্যান্ডার তার বন্ধু ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে শোলাকুড়ি বাজার থেকে মটরসাইকেল চালিয়ে বাঁশচড়া বাজারে আসছিলেন। কিন্তু বাঁশচড়া বাজার সংলগ্ন সৈনিকের মোড়ে পৌছলে মটরসাইকেলটি রাস্তায় চলন্ত অবস্থায় একটি ব্যাটারি চালিত অটোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে উল্টে যায়। মটরসাইকেলের পিছনে বসা ইসমাইল হোসেন রাস্তার পাশে ছিটকে গিয়ে দুটি পরিত্যক্ত খাড়া ইটের উপর গিয়ে পড়েন এবং মাথায় প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত লিটন ভ্যান্ডারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্থানীয় লোকজন।

নিহতের স্বজন মাহবুব আলম সেলিম জানান মরহুম ইসমাইল হোসেন দুই পুত্র সন্তানের জনক ছিলেন। তার বড় ছেলে ঢাকায় চাকরী করে এবং ছোট ছেলেটি পড়াশুনার জন্য জাপানে যাবার  প্রস্তুতি নিচ্ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করেছে পুলিশ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।