জামালপুরে নান্দিনায় অপহৃত নারী উদ্ধার

প্রকাশ : 2025-11-01 11:00:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে নান্দিনায় অপহৃত নারী উদ্ধার

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে অপহৃত নারী মোছাঃ বন্যা খাতুন (২৬) কে ৯ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।  বিষয়টি সন্ধ্যা ৭টায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব নিশ্চিত করেছেন। 

জানা যায়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মেডিকেল রোডস্থ একটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে কর্মরত নারী কর্মী মোছাঃ বন্যা খাতুন (২৬) কে পরিকল্পিতভাবে জোরপূর্বক মাইক্রোবাসে অপহরণ করে তার সাবেক স্বামী আবু বকর সিদ্দিক ও তার সহযোগীরা। অপহরণে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস নম্বর হলো (ঢাকা মেট্রো চ-১৫৯৭৭৬)। অপহরণের ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং তা ভাইরাল হয়। 

পরে নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত সাদ্দাম হোসেন এর ছেলে মোঃ চাঁন মিয়া (৬০) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরেই সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে এসআই মোঃ মুস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আল নোমান, পুলিশ সদস্য মোঃ কবির হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানী, আবুল হোসেন এবং বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সদর উপজেলার তুলশীরচর মানিকের চর মোল্লাবাড়ি এলাকা হতে বন্যাকে জীবিত উদ্ধার করা হয়। দক্ষ তৎপরতায় অপহরণের প্রায় নয় ঘণ্টার মধ্যে জীবিত উদ্ধারে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে বন্যার পরিবার ও এলাকাসীরা । 

এদিকে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন,জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং তার টিম যে দক্ষতা ও দ্রুততায় ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জামালপুর জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে। জেলা পুলিশ, জামালপুর নিরাপদ সমাজ গঠনে জনগণের পাশে আছে সারাক্ষণ।