জামালপুরের নান্দিনায় উদয়ন ম্যাথ অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত
প্রকাশ : 2025-12-25 18:20:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জামালপুর সদর উপজেলার নান্দিনায় প্রথমবারের মতো উদয়ন ম্যাথ অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) সকাল সোয়া ১০ টায় নান্দিনা পশ্চিম বাজার অনন্তবাড়ীতে উদয়ন প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সোয়া ১১টায়। পরীক্ষা শেষে তাৎক্ষণিক খাতা দেখার পর ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আতিউর রহমান আতিক মাষ্টার। এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন উদয়ন প্রিপারেটরি এন্ড হাই স্কুলের পরিচালক মো: শফিকুল ইসলাম শফিক মাষ্টার। নান্দিনা এলাকার ১৬টি বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষাথী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা শেষে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদয়ন প্রিপারেটরি এন্ড হাই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো: বাহাজ উদ্দিন। কিন্তু তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র, অস্ট্রেলিয়া প্রবাসী মাহবুবু আলম ভুট্টু। উদ্বোধক ছিলেন নান্দিনা নেকজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দিনার বিশিষ্ট শিক্ষাবিদ ও বারুয়ামারী জেকে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান আতিক মাষ্টার, নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক আহম্মদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীরচরের বিশিষ্ট সমাজসেবক ইস্রাফিল হোসেন, লক্ষ্মীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা ইয়াসমিন, নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিমা নাসরিন আরা, নান্দিনা নেকজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, খড়খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি আকতার, লক্ষ্মীরচর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজীম উদ্দিন, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীন, হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার সিদ্দিকা, শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম রিপন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলওয়াত করেন উদয়ন প্রিপারেটরি এন্ড হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মেধাতালিকায় শীর্ষ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা ও সঞ্চালনা করেন শরিফপুর অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মনোহর আলী। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন উদয়ন প্রিপারেটরি এন্ড হাইস্কুলের শিক্ষক শাহীনুর রহমান সোহান।
উদয়ন ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা-২০২৫ এর ফলাফলে মেধা তালিকায় প্রথমস্থান অর্জন করেন শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাফওয়ান ফাইরোজ তাকি, দ্বিতীয়স্থান অর্জন করেন শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিরা সাদমিন ফাইজা, তৃতীয়স্থান অর্জন করেন শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান, চতুর্থস্থান অর্জন করেন নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লুবাবা ইসলাম, পঞ্চম স্থান অর্জন করেন রণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী। উদয়ন ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা-২০২৫ এ ১ম থেকে ২০তম মেধাস্থান অর্জনকারীদের এডমিশন এ ১০০০ টাকা করে বৃত্তিপ্রদানের ব্যবস্থা থাকবে। আলোচনা সভায় বক্তারা জানান, উদয়ন ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা-২০২৫ প্রথমবারের মতো সফল আয়োজন করেছে। আগামীতে উদয়ন প্রিপারেটরি এন্ড হাই স্কুল প্রতি বছর এ ধরনের ম্যাথ অলিম্পিয়ার্ডের আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীরা গণিতে দক্ষতা অর্জনে সহায়ক হবে।