জাপান একশো রানও করতে পারলো না বাংলাদেশের বিপক্ষে
প্রকাশ : 2023-12-11 16:17:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দুবাইয়ের মাটিতে চলছে অনুর্ধ্ব ১৯ যুব দলের এশিয়া কাপ। প্রথম ম্যাচে আরব আমিরাতকে উড়য়ে দিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। প্রথমে টস জিতে বোলিং করতে নামে টাইগাররা। আর ব্যাট করতে নেমে হতাশাজনক রানই করেছে জাপান।
বাংলাদেশের যুবাদের বোলিং তোপে ক্রিজে দাঁড়াতেই পারেনি জাপান। নিজেদের সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৯৯ রান। এদিন বাংলাদেশের পক্ষে সব বোলারই পেয়েছেন উইকেট। দুই উইকেট শিকার করেছেন আরিফুল ইসলাম এবং মাহফুজুর রহমান রাব্বি।
আগে ব্যাট করতে নেমে রান তোলার চেয়ে উইকেট ধরে রাখার পেছনেই বেশি মনোযোগী ছিল জাপানের ব্যাটসম্যানরা। রান তোলার গতি এতই ধীর ছিল, ৫০ রান তুলতেই জাপানের ব্যাটাররা খরচ করে ২৬ ওভার। ওপেনার নিহার পারমার খেলেছেন ৮০ বলে মাত্র ১৮ রানের ইনিংস। আরেক ব্যাটার আদিত্য ৮ রান করতে খেলেছেন মোট ৩২ বল। কাজুমা ১৩ রান করতে খেলেছেন ৪২ বল।
টপঅর্ডারের এই তিন ব্যাটারের ইনিংসের চিত্রই বলে দেয়, জাপান ব্যাটিংয়ের বেলায় ঠিক কতখানি ধীরগতির ছিল। পরবর্তীতে অবশ্য দ্রুত উইকেট হারাতে শুরু করে তারা। ৫৪ থেকে ৫৮ এই চার রানের ব্যবধানে ৪ উইকেটই হারায় জাপান। এরপর একটা জুটি এসেছিল হুগো কেলি এবং কেইফার লেইকের মাঝে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের তোপে স্কোর বড় করা হয়নি কারোরই। ৯৯ রানেই অলআউট হতে হয় বাংলাদেশকে।
কাআ