জাপানে ভূমিকম্পে সড়ক ভেঙ্গে যগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ : 2024-01-02 10:30:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জাপানে ভূমিকম্পে সড়ক ভেঙ্গে যগাযোগ বিচ্ছিন্ন

৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানা সিরিজ ভূমিকম্পে জাপানের ঘরবাড়িসহ বিভিন্ন ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশপাশি সড়ক ফেটে বা ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ। মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ভূমিকম্প কবলিত এলাকার বাসিন্দাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সাহায্যের কাজ চলছে বলে সবাইকে আশ্বস্ত করেছেন তিনি। তবে সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

কিশিদার বক্তব্যে, ‘আত্মরক্ষা বাহিনী দুর্যোগ-কবলিত এলাকায় পৌঁছাতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। কেননা, রাস্তাগুলো ভেঙ্গে গেছে। তাই ভবনগুলো ধসে পড়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোতে আটকে পড়া মানুষদের আগে উদ্ধার করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তাদের দুর্যোগ কবলিত এলাকায় যেতে যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছি।’

 

সান