জানুয়ারির শেষে ওমিক্রন সংক্রমন শীর্ষে পৌঁছবে: ফাউচি
প্রকাশ : 2021-12-31 09:31:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সংক্রমনের দিক থেকে ২০২২ সালের জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে শীর্ষে পৌঁছবে ওমিক্রন। আন্তর্জাতিক গণমাধ্যমকে এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটি শীর্ষ সংক্রমন রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
এদিকে বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে হারে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে শনাক্তের দিক তাকে সুনামির সঙ্গে তুলনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্ট সমন্বিতভাবে সংক্রমনের ভয়ঙ্কর সুনামি বয়ে নিয়ে আসছে। এটিকে তিনি টুইন থ্রেড বলেও অভিহিত করেন।
একদিনের ব্যবধানে ফ্রান্সে শনাক্ত হয়েছে ২ লাখ ৮ হাজার নতুন রোগী, যা ইউরোপের মধ্যে শীর্ষে। আর যুক্তরাষ্ট্রে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪২৭জন।