জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় বিদায়ী হাইকমিশনারের শ্রদ্ধা ও বইয়ে স্বাক্ষর
প্রকাশ : 2022-09-17 11:43:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের জন্য আসেন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
ভারতের বিদায়ী হাই কমিশনারের সফরসঙ্গী হিসেবে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এস এম সাব্রাওয়াল, লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.)।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, প্রকৌশলী মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।