জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কাউনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-09-18 19:14:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে সোমবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার শেখ হাসিনা মূলনীতি গ্রাম শহরের উন্নতি এই শ্লোগান নিয়ে উপজেলা পরিষদের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এর আগে দিবসটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। পরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জান জেমি, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমদ, ইউপি সদস্য তবারক আলী প্রমূখ। ৩দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় ১০টি স্টল স্খান পায়। মেলায় বিনা মূল্যে জন্মমৃত্যু নিবন্ধন ও সার্বজনিন পেনশন স্কিম রেজিষ্ট্রশন করা হচ্ছে। মেলাটি মঙ্গলবার পর্যন্ত চলবে।