জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আদমদীঘিতে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-07-24 14:54:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আদমদীঘিতে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত

“নিরাপদ মাছে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সান্তাহার প্লাবন ভ‚মির বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ডেভিট রেন্টু দাস, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমূখ। শেষে উপজেলা চত্ত¡রে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।