জাতীয় ভোটার দিবস কাউনিয়ায় পালিত
প্রকাশ : 2024-03-02 19:27:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে কাউনিয়ায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ২০২৪ শনিবার নানা আয়োজনে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, স্মাটকার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজিউর রহমান। আলোচনা শেষে স্মাটকার্ড বিতরণ ও পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ই