জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
প্রকাশ : 2022-04-06 19:09:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“সবাই মিলে খেলা করি মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় ও আন্তজাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে থেকে একটি র্যা লী বের করা হয়। র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়।
র্যা লীতে বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুকসহ ক্রীড়া সংগঠক সফরুল হক, এ কে এম বায়েজীদুল ইসলাম ,তালুকদার আজমল কবির লিটন, আব্দুর রহমানসহ খেলায়াড়বৃন্দ অংশ নেয়।
পরে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এ দিবসের তাৎপর্য তুলে ধরেন ক্রীড়া কর্মকর্তারা।