জাতীয় যুব দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ডিপিএফ'র আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-11-02 09:50:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জাতীয় যুব দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ডিপিএফ'র আলোচনা সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম বিএফ মুন্সিগঞ্জ এর উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে অনলাইনে যুব প্লাটফর্মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাতীয় যুব দিবস ২০২২ এর প্রতিপাদ্য বিষয় " প্রশিক্ষিত যুব,  উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ "। বিকাল ৩টায় আনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে এই আলোচনা সভার আয়োজন করে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সীগঞ্জ। 

ডিপিএস মুন্সীগঞ্জের সভাপতি খালেদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায়  অংশ নেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক হামিদা খাতুন, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সীগঞ্জের  সহ-সভাপতি সোহেল রানা রানু, এডভোকেট সুলতানা আক্তার বিউটি, আসাদুজ্জামান সোহেল, রত্না ওলাদারসহ আরো অনেকে।সভায়  প্রবন্ধ পাঠ করেন মোহাম্মদ জুনায়েদ। সভায় সঞ্চালনা করেন ফাহিম শেখ।