‘জাতিসংঘে যোগ দেয়ার অধিকার তাইওয়ানের নেই’
প্রকাশ : 2021-10-28 07:50:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতিসংঘে তাইওয়ানের ভুমিকা বাড়ানোর বিষয়ে আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তার কঠোর সমালোচনা করে চীন বলেছে, স্ব-শাসিত এ দ্বীপটির বিশ্ব সংস্থায় যোগ দেয়ার কোনো অধিকার নেই।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাইওয়ান বিষয়ক মুখপাত্র মা শাওকুয়াং (বুধবার) রাজধানী বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বিশ্ব সংস্থায় তাইওয়ানের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে সব সদস্য দেশের যুক্ত হওয়া উচিত। এর একদিন পর মা শাওকুয়াং এসব কথা বললেন।
তিনি বলেন, জাতিসংঘ হচ্ছে স্বাধীন-সার্বভৌম দেশের আন্তর্জাতিক সংস্থা কিন্তু তাইওয়ান চীনের অংশ। তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী চীন হচ্ছে পুরো চীনের একমাত্র বৈধ সরকারি প্রতিনিধি। তিনি জোর দিয়ে বলেন, তাইপের জাতিসংঘে যোগ দেয়ার কোনো অধিকার নেই। এ সময় তিনি তাইপের রাজনৈতিক নেতাদের জাতিসংঘে যোগ দেয়ার বিষয়ে অলীক কল্পনা ভুলে যাওয়ার পরামর্শ দেন।