জলের মতন সোজা

প্রকাশ : 2021-07-17 09:51:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জলের মতন সোজা

তুমি ভুলে গেছো
বহুকাল ধরে সঙ্গম নেই তার।
আমি ভুলে গেছি
জড়তা রোধক বাতির অহঙ্কার।

কুয়াশার রাত আটকে দিয়েছে
সম্ভাবনার ঘোর
অনন্ত কাল খোলো নাই তুমি
তোমার গুহার দোর।

আমি ভুলে গেছি
পাহাড় চূড়ায় রোদ্রের মাখামাখি,
খোলোশ ছাড়ানো
সাপের সিক্ত আঙুলে জড়ানো রাঁখি।

ফুলের সুবাসে শুয়ে থাকা চাঁদ
প্রেয়সীর ঠোঁটে সুখের আবাদ

ভুলে গেছি আমি
বাতাসে বাতাসে হেমন্ত উল্লাস,
গাছের গুঁড়ির
বিবর ছাপিয়ে জেগে ওঠা মুথা ঘাস।

অসুস্থ দিন অসুস্থ রাত
ভাগ্য কাটছে শাঁখের করাত

তুমি ভুলে গেছো
চাঁদ মুড়ি দিয়ে বাঁচবার কৌশল,
আমি ভুলে গেছি
জীবন মানেই বিন্দু বিন্দু জল।