জন্মাষ্টমী পালন উপলক্ষে আদমদীঘিতে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা
প্রকাশ : 2022-08-13 19:46:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আগামী ১৯ আগষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী পালনের লক্ষে পুজা উদযাপন পরিষদের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২আগষ্ঠ শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ ভবনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি সদর ইউনিয়ন শাখার সভাপতি(অবঃ)বিজিবি সার্জেন্ট শ্যামল কুমার শীলের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিবেশ কুমার মৈত্র,বর্তমান উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,আনন্দ কুমার কুন্ড,উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা ডাঃ গোপাল বর্মন,ব্যাটেল মৈত্র ,উজ্জল সরকার,লক্ষন সরকার, উত্তম কুন্ডু ,মৃনাল সরকার,অতুল কুমার সরকার,জগাই কুন্ডু,পিযুষ প্রমানিক,লোকনাথ পাল,লকেশ সরকার প্রমূখ। সভায় মহাঅবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের লক্ষে আগামী ১৯ আগষ্ঠ সকালে ৯ টায় মঙ্গল শোভাযাত্রা,বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা,বিকেলে গীতাপাঠ, রাতে শ্রীশ্রী কৃষ্ণ পুজা ও নাম কীর্তনের করার সিদ্ধান্ত নেয়া হয়।