জন্মনিবন্ধনে প্রথম পঞ্চগড় জেলা : কমেছে ভোগান্তি
প্রকাশ : 2024-12-18 18:26:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সারাদেশের মধ্যে জন্মনিবন্ধনে প্রথম হয়েছে পঞ্চগড় জেলা। এ উপলক্ষ্যে ফুলেল সংবর্ধনায় সংবর্ধিত হলো জন্মনিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিরা। বুধবার বিকেলে জেলা প্রশাসকের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো: সাবেত আলী সকল কর্মকর্তা কর্মচারিদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দেন। জানাগেছে ৫ আগষ্টের আগে জন্মনিবন্ধনে এই জেলা ৬৩ তম অবস্থানে ছিলো। জুলাই বিপ্লবের পর নতুন জেলা প্রশাসনের তত্বাবধানে কাজের গতি বেড়ে যায়। এর ফলে সেপ্টেম্বরে ৩০ , অক্টোবরে ১৮, নভেম্বর মাসে বাংলাদেশে রেকর্ড অর্জন করে এই জেলা প্রথম স্থান অধিকার করে। স্থানীয়রা বলছেন ভোগান্তির কারণে আগে অনেকে জন্মনিবন্ধন সনদ তুলতে আগ্রহী হতোনা। এখন ভোগান্তি কমেছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, জেলার ৪৩ ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো: সাবেত আলী জানান,জন্মনিবন্ধনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এই অর্জন।