জনগনের ভোটে নির্বাচিত হয়ে শিবচরের আসনটি তারেক রহমানকে উপহার দিবো: কামাল জামান মোল্লা
প্রকাশ : 2026-01-31 17:42:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামল জামান মোল্লা বলেছেন আমি জনগনের ভোটে নির্বাচিত হয়ে শিবচরের আসনটি তারেক রহমানকে উপহার দিবো। তিনি শুক্রবার বিকেলে মাদারীপুর ১ আসনের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের দক্ষিন ক্রোকচর বাজারে জাহাজ মার্কার নির্বচনী জনসভায় বিএনপির বহিষ্কৃত মাদারীপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা এসব কথা বলেন।
হাজী সেলিম ফকিরের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত যুগ্ম আহবায়ক শাজাহান হোসেন সাজু মোল্লা,সাবেক ছাত্রনেতা ইয়াজ্জেম হোসেন রোমান ফকির প্রমুখ। সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে জাহাজ প্রতিকে ভোট প্রার্থনা করেন।