জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাগেরহাটে ছাত্রলীগের বিক্ষোভ
প্রকাশ : 2022-03-06 19:40:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ। রবিবার (৬ মার্চ) বিকেলে বাগেরহাট জেলা ছাত্রলীগের নেতৃত্বে রেলরোড দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যা লী বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যাৃলীটি পুনরায় রেল রোড দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি ও জামাত-শিবিরের মদদে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে দেশ বিরোধী চক্র। এটা কখনওই মেনে নেওয়া হবে না। বাগেরহাটে কোন জামাত-বিএনপির আশ্রয় হবে না। বাংলাদেশ ছাত্রলীগ সকল দেশ বিরোধী চক্রকে প্রতিহত করবে। ২০২৩ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অহবান জানান বক্তারা।