ছাত্রলীগকে নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে পঞ্চগড়ে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস পালিত   

প্রকাশ : 2025-02-06 17:36:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ছাত্রলীগকে নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে পঞ্চগড়ে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস পালিত   

ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যকলাপে কারণে ছাত্রলীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও তাদের সকল অপরাধ কর্মকান্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (৬ ফেব্রয়ারী) দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের  হয়। মিছিলটি কলেজের প্রশাসনিক ভবন সড়ক দিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও তাদের শাস্তির দাবিতে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বরাবারে একটি স্মারকলিপি প্রদান করে ছাত্রদলের নেতাকর্মীরা।এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের নানা সন্ত্রাসী কর্মকান্ড দেখেছি।ওই সময় কলেজ ক্যাম্পাসগুলোতে তাদের হাতে কোন শিক্ষার্থী নিরাপদ ছিলো না। গণ অভ্যূত্থানের পরে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তারা বিভিন্ন ভবনের দেয়াল, সীমানা প্রচীরে দেয়াল লিখন করছে। নতুন করে তারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। অবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনমলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবি জানাই। এছাড়া জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভূত্থানে ফ্যাসিবাদেরা ছাত্রলীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা ।