চেক ডিজঅনার মামলায় আদমদীঘিতে সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেপ্তার
প্রকাশ : 2024-09-21 18:38:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ব্যাংক চেক ডিজঅনার মামলায় আদমদীঘির কাজল বিবি নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাজল বিবি অন্তহার গ্রামের আজিজার রহমানের মেয়ে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, সম্প্রতি দুপচাঁচিয়া উপজেলার স্বাধীন নামের জনৈক ব্যক্তি কাজল বিবির নামে বগুড়া অর্থঋন আদালতে ২২ লাখ ১৭ হাজার ৯৬০ টাকা আদায়ের লক্ষ্যে ব্যাংকের চেক ডিজঅনার মামলা করেন। উল্লেখিত টাকা পরিশোধ না হওয়ায় ওই মামলায় গত কয়েক দিন পূর্বে অর্থঋণ আদালত কাজল বিবিকে চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা প্রদান করে রায় দেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত সাজাপ্রাপ্ত ওয়ান্টেজারি করেন। এদিকে গত শুক্রবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক হজরত আলী ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত কাজল বিবিকে গ্রেপ্তার করে। ওসি তদন্ত এইচ এম মঈন উদ্দীন জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কাজল বিবিকে আদালতে পাঠানো হয়।