চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি বরগুনায় স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রকাশ : 2025-04-21 12:37:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত ১ হাজার শয্যার অত্যাধুনিক হাসপাতালটি বরগুনায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বরগুনার সকল শ্রেণি-পেশার মানুষ। সরব হয়ে উঠেছে উপকূলীয় জেলা বরগুনার অবহেলিত, চিকিৎসা বঞ্চিত সর্বস্তরের মানুষ। বরগুনা উন্নয়ন ফোরাম, জেলা স্বাস্থ্য উন্নয়ন ফোরাম, যুব ফোরামের আয়োজনে ও বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় রবিবার সকাল সাড়ে দশটায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। বরগুনা উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. রেজবুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করন জেলা বিএনপি, বরগুনা প্রেসক্লাব ও স্বাস্থ্য অধিকার ফোরামের নেতৃবৃন্দসহ শত শত সাধারণ মানুষ।

বরগুনা উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড, রেজবুল কবির বলেন, উপকূলীয় জেলা বরগুনার বেশির ভাগ মানুষই কৃষক, জেলে ও মজুর। দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এই হাসপাতালটি বরগুনায় স্থাপন করা অত্যন্ত জরুরী। বরগুনার হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসাসামগ্রী নেই এবং নোংরা পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে মানুষকে। হাসপাতালটি বরগুনায় স্থাপন করা হলো পর্যাপ্ত আধুনিক চিকিৎসা পেতো যুগ যুগ ধরে অবহেলিত ও চিকিৎসা বঞ্চিত মানুষ। তাই আমরা হাসপাতালটি যাতে বরগুনায় স্থাপন করা হয় সেই দাবিতে মানববন্ধন করছি। প্রয়োজনে কঠোর আন্দোলন করা হবে বলেও তিনি বলেন। বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, চিকিৎসা বঞ্চিত বরগুনার মানুষগুলো অসুস্থ হলেই এখানকার ডাক্তাররা বরিশালে রেফার কলে। রোগি নিয়ে বরিশাল যাওয়ার পথেই প্রাণ হারান। আমাদের দাবি বরগুনা জেলার লাখো মানুষের সুচিকিৎসার জন্য এই অত্যাধুনিক হাসপাতালটি বরগুনায় নিমাণ করা হোক।
বরগুনা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক তাপস মাহমুদ বলেন, হাসপাতাল স্থাপনের দাবি আদায়ে আমরা প্রয়োজনে রাজপথে লড়াই করবো। বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, বরগুনা সাগর উপকূলীয় জেলা। বছরের পর বছর এ এলাকার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দক্ষিণাঞ্চলের সকল উন্নয়ন পার্শ্ববর্তী জেলায় হচ্ছে। অথচ প্রাকৃতিক দুযোগ মোকাবেলা করে যে জেলার মানুষ বেঁচে থাকে তাদের জন্য কোনে চিকিৎসা ব্যবস্থা নেই। এই হাসপাতালটি বরগুনায় স্থাপনের আমরা জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে বরগুনা উন্নয়ন ফোরামে সভাপতি অ্যাড. রেজবুল কবীরের নেতৃত্বে নেতৃবৃন্দ বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক দাবির যৌক্তিকতা স্বীকার করে স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর আশ্বাস দেন।
কা/আ