চীনা বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ : 2024-07-10 10:59:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চীনা বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিউগেলে করুন সুর বেজে ওঠে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

এর আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়।

শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে সোমবার বেইজিং পৌঁছান। সূত্র: বাসস।

 

সান