চা” বেতনের টাকায় কিনে ক্ষেতে হবে: দুদক কমিশনার

প্রকাশ : 2022-03-30 15:39:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চা” বেতনের টাকায় কিনে ক্ষেতে হবে: দুদক কমিশনার

অফিসের একটি টাকাও ব্যাক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যাবে না। এমনকি চা” পান করলেও সেটা নিজের বেতনের টাকা দিয়ে পান বরতে হবে। সরকারের প্রতিটি বরাদ্দ জনগণের কাছে সঠিকভাবে পৌছে দিকে হবে। বুধবার সকালে মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে অবস্থিত সমন্বিত সরকারি অফিস ভবন কার্যালয়ে দুদক অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন এর কমিশনার ড.মোজাম্মেল হক খান  প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন। 

তিনি আরো বলেন,  জাপানে  কোন দূর্নিতী দমন কমিশন নেই। সেখানে  সে জন্যই দূর্নীতি বা ঘুষ কী তা তারা জানে না। মাদারীপুরে এখন অনেক বড় বড় প্রকল্প হচ্ছে। পদ্মাসেতু হওয়ার পর মাদারীপুরের চিত্র পাল্টে যাবে। সরকার কোটি কোটি টাকা এখানে বরাদ্দ দিচ্ছে। তাই এখানে একটি আ লিক কার্যালয় হওয়া জরুরি ছিল। মাদারীপুরে দুদকের কার্যক্রম  যেন দুর্নীতিবাজদের আতংকের কারণ হয়ে ওঠে। 

সকালে ফুলেল শুভেচ্ছার পর জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশন করে এবং বেলুন উড়িয়ে কার্যালয় উদ্বোধন করা হয়। পরে উদ্বোধন উপলক্ষে ভবনেরর অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক (তদন্ত ১) মহাপরিচালক  রেজানুর রহমান, দুদক (আইসিটি ও প্রশিক্ষণ) মহাপরিচালক এ  কে এম  সোহেল, শরীয়তপুরের জেলা প্রশাসক  মোঃ পারভেজ হাসান, শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, মাদারীপুরের জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

উল্লেখ্য মাদারীপুর ও শরয়িতপুর জেলার কার্যক্রম এ অফিস থেকে পরিচালিত হবে।