চারশতাধিক সেচ্ছাসেবীদের নিয়ে পঞ্চগড়ে সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত
প্রকাশ : 2024-02-11 20:03:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে স্বেচ্ছাসেবী মিলন মেলা সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিলো ‘মাদককে না বলি, দুর্নীতি মুক্ত সমাজ গড়ি’। শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শান্তি বাহক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা সামাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অর্থনীতিবিদ হাসনুর রশিদ বাবু, সরকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, বিডি ক্লিনের তানজিরুল ইসলাম তানজির, জাগ্রত পঞ্চগড়ের সাজ্জাদ হোসাইনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এতে ৭১টি সেচ্ছাসেবী সংগঠনের চার শতাধিক সেচ্ছাসেবী সদস্য অংশ গ্রহন করেন।
ই