চাঁদাবাজি মামলায় বরিশালের বিএনপি নেতা গ্রেপ্তার
প্রকাশ : 2024-09-23 11:48:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বরিশাল নগরীর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা। রোববার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে তার নিজ বাসভবন থেকে পালানোর সময় তিনি গ্রেপ্তার হন।
জামাল বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য। তার ভাই ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির লিংকু। সিটি নির্বাচনের সময় মহানগর যুবদলের সহ-সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, একটি চাঁদাবাজির মামলায় জামাল হোসেন নোমান ঢাকায় গ্রেপ্তার হয়েছে। তাকে বরিশালে আনতে কার্যক্রম চলমান রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ৬ আগস্ট ৭৫ বছর বয়স্ক মালতী রাণী নাথের জমি, দোকান দখল ও লুটপাট করার পাশাপাশি চাঁদাবাজী করে জামাল হোসেন নোমানসহ তার বাহিনী। ওই ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বরিশাল নগরীর চকবাজারের দেবনাথ বস্ত্রালয়ের মালিক দেবাশীষ দেবনাথ। মামলার পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন।
মামলার বাদী দেবাশীষ দেবনাথ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিন ৬ আগস্ট অবৈধভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেন বিএনপি নেতা নোমান ও তার ভাই কাউন্সিলর লিংকুসহ ১০/১২ জন। সেই ঘটনায় জামাল হোসেন নোমান ঢাকায় গ্রেপ্তার হলেও বাকি আসামিরা এখনও অধরা রয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সা/ই