চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার
প্রকাশ : 2024-12-31 13:36:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী আলোচিত কাজী মতিনকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী মতিন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কাজী আবুল হোসেনের ছেলে। তার বড় ভাই মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। তিনি বালুখেকো মতিন নামে পরিচিত।
মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, তার বিরুদ্ধের মারামারিসহ তিনটি মামলা রয়েছে। তিনি এর মধ্যে একটি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারে পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোরশেদুল আলমের আদালতে নিয়ে গেলে তিনি জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে।
সা/ই