চলে গেলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মা আছিয়া খাতুন

প্রকাশ : 2023-12-24 12:53:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চলে গেলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মা আছিয়া খাতুন

লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের মা আছিয়া খাতুন আজ সকাল ৭:৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

আছিয়া খাতুনের স্বামীর নাম স্বরাজ উদ্দিন হাওলাদার। তিনি চার ছেলে ও দুই মেয়ের জননী। আজ বাদ যোহর বেঁজগাও কবরস্থান মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে উক্ত কবরস্থানে দাফন করা হবে। 

আছিয়া খাতুনের মৃত্যুতে মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ জেলা প্রসাশনের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, অবারিত বাংলার নির্বাহি পরিচালক খান নজরুল ইসলাম হান্নান, গ্রামনগর বার্তার সম্পাদক অলক কুমার মিত্র শোক প্রকাশ করেন।

 

সান