চলে গেলেন লৌহজংয়ের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মাদবর 

প্রকাশ : 2023-10-03 20:52:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চলে গেলেন লৌহজংয়ের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মাদবর 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও  ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল হামিদ মাদবর  আজ ( মঙ্গলবার)  সকাল ১০ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

হামিদ মাদবর মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়ন পরিষদ ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালের চর ইউনিয়ন পরিষদের মোট ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সরকারি লৌহজং বিশ্ববদ্যালয় কলেজ মাঠে আজ বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

হাজী আব্দুল হামিদ মাদবরের মৃত্যুতে মুন্সিগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেনে তপন, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, অবারিত বাংলা'র নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান, লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক মিত্র, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।