চলতি বছরের নভেম্বরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চালু হবে: সারজিস আলম
প্রকাশ : 2025-10-18 18:07:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ে নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসাপাতাল চালু করনের লক্ষ্য নিয়ে শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে ওই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির [এনসিপি) উত্তরাঞ্চলের ম‚খ্য সংগঠক সারজিস আলম।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক [সাবির্ক) সুমন চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক [রাজস্ব) সীমা শারমিন, পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, চেম্বারের সভাপতি শরীফ হোসেন,গনপ‚র্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার প্রম‚খ।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, নব নির্মিত আধুনিক সদর হাসপাতালটি অনুমতি নিয়ে চালু করা হচ্ছে । এখন চিকিৎসক সহ অন্যান্য জনবল ও প্রয়োজনীয় আসবাপত্র সঙ্কট রয়েছে। কর্র্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে‘ তারাও এ বিষয়ে প‚র্ন সহযোগিতা করবেন। এখন লোকাল সোর্স সহায়তা নিয়ে জন কল্যাণের বিষয়টি চিন্তা করে দ্রæত করার লক্ষ্য নিয়ে আজ সকলেই একত্রে মিলিত হয়েছি। চালু করাটা হচ্ছে ম‚ল উদ্দেশ্য। আর শুরু করা গেলেই হেল্প পাওয়া যাবে।
সারজিস আলম বলেন, আমরা পঞ্চগড়ে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে আছি। একে এগিয়ে নিতে হবে। পুরো রংপুর বিভাগে পঞ্চগড় এবারে এইচ এসসির ফলাফল ভালো নয়। আমাদের পঞ্চগড়ের মানুষের সার্মথ্য কম হলেও ইচ্ছা আছে। জনগনের সেবা সংশ্লিষ্ট বিষয়ে গুলোকে আমরা রাজনৈতিক দিক থেকে না দেখি। প্রত্যেকটা স্কুলের যেনো সবচেয়ে ভালো মানুষ পাই। পলিটিক্যাল দেখা দরকার নাই।
তিনি বলেন আমি পঞ্চগড় আধুনিক সদর হ্সাপাতালে আমি গিয়েছি। যদিও ১০০ শয্যার হাসপাতাল ‘কিন্তু রোগি প্রায় তিনশোর কাছাকাছি। আমি ঘুরে দেখেছি সেটির ভবনের পলেস্তার খুলে পড়ছে। সেসব ভিডিও করে নিয়েছি। তারপরে স্বাস্থ্য মন্ত্রনালয়ে গিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলেছি।ভিডিওগুলো দেখেছি। তারা বললেন হাসপাতালটির পারমিশন পর্যন্ত আছে। কিন্তু অফসিজন করা বাকি বিষয় গুলোর কাজ চলছে।তারা বলেছেন এ বছরের নভেম্বর মাসে এই ২৫০ শয্যার হাসপাতাল চালু করবেন। তারা এও বলেছেন পঞ্চগড়ের পাঁচটি উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্্ের ৫০% থেকে ৭০% ভাগ চিকিৎসক প্রোভাইট করবেন বলে আশা করছি।ইতোমধ্যে দুইজন চিকিৎসক দিয়েছেন‘ আরো তিন জন দিবেন।
সারজিস আলম বলেন আমি খোঁজ নিয়েছি এখানে ৩৭ জন চিকিৎসকের মধ্যে মাত্র রয়েছে ১৩জন চিকিৎসক। ডিভিশন রয়েছে ৫টি। তবে ওই ৫টি ‘ ওই ডিপার্টমেন্টে কোন চিকিৎসক নাই। তাহলে তো রোগিদের রেফার করবেই।তিনি আরো বলেন, এখানে যদি আমরা রাজনৈতিক দল, ব্যবসায়ি সবাই লজিস্টিক সাপোর্ট করি তবে সহজে এটা চালু করা যাবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সবশেষে সর্বসম্মতিক্রমে পদাধিকারবলে ‘‘পঞ্চগড় স্বাস্থ্য সহায়তা তহবিল’’ নামক তহবিল গঠন করা হয়।এতে সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব হিসেবে সিভিল সার্জনকে নিযুক্ত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দএবং প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইনের গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রায় তিন বছর আগে নির্মিত হয় বর্ধিত ভবনটি । যার ব্যয় হয় প্রায় ৪৭ কোটি টাকা। চিকিৎসক সহ অন্যান্য জনবল এবং প্রয়োজনীয় আসবাপত্র না থাকায় এটি চালু করা যায়নি।