চলতি অর্থ বছরের বাজেট পাস হচ্ছে আজ
প্রকাশ : 2022-06-30 09:51:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় সংসদে নতুন ২০২২-২০২৩ অর্থবছরে বড় কোনো পরিবর্তন ছাড়াই বৃহস্পতিবার (৩০ জুন) পাস হচ্ছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট পাস হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর, এদিন থেকেই নতুন এই বাজেট কার্যকর হবে। এর আগে গত ৯ জুন বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের বাজেট মোট জিডিপির প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে সরকার আগামী অর্থবছরের বাজেটে অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান বাড়ানো, স্বাস্থ্য সুরক্ষা, বিনিয়োগ বাড়ানোর প্রতি বিশেষ নজর দিয়েছে।
অর্থমন্ত্রীর ভাষায় এবারের বাজেট হচ্ছে, সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের সমৃদ্ধির জন্য, সকল বাধা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ঘুরে দাঁড়ানোর বাজেট।
অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট, বাংলাদেশের জন্য এটি হবে ৫২তম। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২০তম বাজেট হলেও ২০০৮ সাল থেকে বর্তমান সরকারের টানা ১৪তম বাজেট।