চমেক হাসপাতালে বিক্ষোভকারী রোগীদের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশ : 2023-01-11 14:24:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চমেক হাসপাতালে বিক্ষোভকারী রোগীদের বিরুদ্ধে পুলিশের মামলা

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিসে বর্ধিত ফি কমানোর দাবিতে বিক্ষোভ করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে পাঁচলাইশ থানায় এ মামলা করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচলাইশ থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঘটনাস্থল থেকে আটক মোস্তাকিম নামে এক রোগীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং দায়িত্বে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।’


পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘কিডনি রোগীরা ডায়ালাইসিসে বর্ধিত ফি কমানোর দাবিতে মঙ্গলবার দুপুরে মেডিক্যালের সামনে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলে তারা আমাকেসহ পুলিশকে লক্ষ করে হামলা করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে আমার ওপর হামলায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়। তাকে এই মামলায় আসামি করা হয়। বাকি ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

এদিকে, বিক্ষোভকারীরা বলছেন, ‘ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। ডায়ালাইসিসে নিয়োজিত লোকদের হয়ে পুলিশ নিরীহ কিডনি রোগীদের ওপর হামলা করে বেশ ক’জনকে আহত করেছে।’

চলতি বছরের ১ জানুয়ারি থেকে চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বাড়িয়ে দেওয়া হয়। ফি কমানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন কিডনি রোগীরা।

রোগী ও স্বজনদের দাবি, কোনও কোনও রোগীকে সপ্তাহে আটবারও ডায়ালাইসিস করার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে দুই হাজার ৭শ ৯৫ টাকা করে সপ্তাহে দুই বার নেওয়া হতো। বাকি ছয়বার নেওয়া হতো ৫১০ টাকা করে। ১ জানুয়ারি থেকে আগের দুই হাজার ৭৯৫ টাকার স্থলে নেওয়া হচ্ছে ২ হাজার ৯শ ৩৫ টাকা এবং ৫১০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৫৩৫ টাকা। শুধু তাই নয়, আগে আটবার ডায়ালাইসিসের জন্য দুইবার নেওয়া ২ হাজার ৭৯৫ টাকার স্থলে এখন ২ হাজার ৯শ ৩৫ টাকা চারবার কিংবা আরও বেশি বার নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিক্যালে ডায়ালাইসিস সেবায় ‘সেন্ডোর’ নামে একটি সংস্থাও জড়িত। চট্টগ্রাম মেডিক্যাল ও সেন্ডোর যৌথভাবে ডায়ালাইসিস কার্যক্রম চালাচ্ছে।