চট্টগ্রামে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : 2025-05-18 17:50:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চট্টগ্রামে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

[ঢাকা, ১৮ মে, ২০২৫] সম্প্রতি, মেটলাইফ বাংলাদেশ এর চট্টগ্রাম অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার ও ইউনিট ম্যানেজারদের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দিক-নির্দেশনাগত সহায়তা প্রদান করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডিরেক্টর মো. মোস্তাকুর রহমান; রিপ্রেজেন্টেটিভ সিএএমএলসিও (চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্ল্যায়েন্স অফিসার) হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মইনুল হাই আসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অ্যাডিশনাল ডিরেক্টর মো. মশিউর রহমান। এছাড়াও, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জয়েন্ট ডিরেক্টর দিলীপ চন্দ্র দাস এবং অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মো. তারেক আহমেদ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান। 

দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বীমা খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বীমা খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে এ অপরাধগুলোর ঝুঁকি অনেকাংশেই হ্রাস করা সম্ভব হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন বক্তারা। এ কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।