চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড় ধসে দুই বোনসহ চারজনের প্রাণহানি
প্রকাশ : 2022-06-18 10:32:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসের দুই বোন পৃথক ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার ১৭ জুন দিবাগত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, রাত ১টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
সিএমপির পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার[২৪] নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। তারা দু’জনই ভাইবোন। তাদের বাবা ফজল হক [৭০] ও মা মোশারা বেগম (৬৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া রাত ৩ টার দিকে আকবরশাহ থানার ফয়েসলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দু'জনের মরদেহ উদ্ধার করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, রাত ৩টার দিকে আকবরশাহ থানার ফয়েসলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ও ইমন নামে দু’জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টায় বরিশাল ঘোনা এলাকায় আগে পাহাড় ধসের ঘটনা ঘটে। এরপর রাত ৩টায় লেকসিটির বিজয় নগর এলাকায় আলাদা এ ঘটনা ঘটেছে।