চট্টগ্রামে পুড়ল ঝুট গুদাম, প্লাস্টিক কারখানা
প্রকাশ : 2025-08-16 10:17:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাকসেস রোডে ঝুট কাপড়ের গুদাম ও প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে গেছে।শুক্রবার রাত ২টার দিকে আহাদ কনভেনশন সেন্টারের পাশে ঝুট কাপড়ের টিনশেড গুদামে আগুন লাগে। পরে তা পাশের প্লাস্টিকের ভাঙারি কারখানায় ছড়িয়ে পড়ে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শনিবার ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি জানিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বলছে, ওই স্থানে এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস জানাতে পারেনি। আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।