চট্টগ্রামে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
প্রকাশ : 2025-10-16 17:03:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

চট্টগ্রামে আল হামিদ টেক্সটাইল নামে একটি তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
সাততলা বিশিষ্ট ওই তোয়ালে কারখানাটি চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৭টি ইউনিট বর্তমানে কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরাও।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, সাত তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। বর্তমানে ১৭টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।