চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলে ভয়াবহ আগুন

প্রকাশ : 2024-03-04 18:49:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলে ভয়াবহ আগুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার বিকাল ৪টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার স্টেশন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে আরও নয়টি ইউনিট যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

জানা যায়, কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ১২টি ইউনিট কাজ করছে। তবে প্রচণ্ড ধোঁয়ায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে।