চট্টগ্রামের সড়কে ঝরে গেল ৭ প্রাণ

প্রকাশ : 2023-11-07 16:55:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চট্টগ্রামের সড়কে ঝরে গেল ৭ প্রাণ

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতিমা মাঠের সামনে বাস, অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, নিহতদের সঙ্গে থাকা প্যাকেট দেখে পটিয়া নিবাসী। তারা জানান, ‘পদক্ষেপ’ নামে ফটিকছড়িগামী একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নারী ও তাদের তিন শিশু সন্তান ও একজন পুরুষসহ একই পরিবারের সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে র‌্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। লাশগুলো উদ্ধার করার কাজ চলছে। তবে এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’