ঘাতকরা চেয়েছিলো বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে: এমিলি     

প্রকাশ : 2023-08-25 18:15:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঘাতকরা চেয়েছিলো বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে: এমিলি     

শিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার রিবারকে হত্যার মধ্যে দিয়ে ঘাতকরা চেয়ে ছিলো বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে । ওরা ভেবে ছিলো বঙ্গন্ধুকে মারলেই সব হয়ে যাবে শেষ কিন্তু ওরা ভাবে নাই বঙ্গন্ধু মানেই বাংলাদেশ । যারা এ দেশের মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে তাদের মুখে আর যাই হোক জনগনের মঙ্গলের কথা শোভা পায়না। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গাওঁদিয়া ইউনিয়নের শামুর বাড়ি গ্রামে আওয়ামীলীগ কতৃক আয়োজিত জাতির জনকের ৪৮ তম  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আব্দুল খালেক খানের সভাপতিত্ব ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আজিজুর রহমানের স লনায় বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, হাজী মো. সহীদ ফকির, মো. মিজানুর রহমান হাওলাদার,শেখ মো. আসলাম,  মো. জয়নাল শেখ, মো. বিদ্যুৎ আলম মোড়ল, মো. আবু নাসের রতন, মো. সিরাজুল ইসলাম বেপারী,  শেখ আয়নাল হাসান ও মো. খোরশেদ আলম প্রমুখ । এ ছারাও বিভিন্ন অঙ্গ সংগঠন ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।