ঘরের মাঠে লজ্জার রেকর্ড ভারতের, ৪৬ রানে অলআউট

প্রকাশ : 2024-10-17 16:14:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঘরের মাঠে লজ্জার রেকর্ড ভারতের, ৪৬ রানে অলআউট

ঘরের মাঠে এক লজ্জার রেকর্ড করেছে ভারত। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেছে রোহিত শর্মার দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটিই ভারতের সর্বনিম্ন রানের ইনিংস। আর দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে সব মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন।

২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। টেস্টে এটিই ভারতের সর্বনিম্ন রানের স্কোর। এছাড়া ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে গুটিয়ে গিয়েছিলো ভারতীয়রা। আজ টেস্টে তৃতীয় সর্বনিম্ন রানের স্কোর করলো ভারত।

ঘরের মাঠে এর আগে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল ৭৫ রানের। ১৯৮৭ সালে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিব্রতকর এই রেকর্ড করেছিল ভারত।

চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে আজ ডাক মেরেছেন ৫ ব্যাটার। তারা হলেন- বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র ২ জন।

প্রথম দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। তবে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে খেলা শুরু হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ব্যাটিংয়ে নেমেই নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়ে রোহিত শর্মার দল। মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

১৬ বলে ২ রান করে নিউজিল্যান্ড পেসার টিম সাউদির বলে বোল্ড হন রোহিত শর্মা। ১১৪ ইনিংস পর তিনে খেলতে নামেন কোহলি। কিন্তু এই পজিশনে নেমে ভক্তদের হতাশ করেন ডানহাতি ব্যাটার। ৯ বল মোকাবেলা করে আউট হয়ে যান ০ রানে। উইলিয়াম ও'রর্কের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ হন তিনি।

তিনে নেমে কোহলির ০ রানে আউট হওয়ার রেকর্ড ৮ বছর আগের। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরত গিয়েছিলেন কোহলি।

৩ বলে মোকাবেলা করলে রানের খাতা খুলতে পারেননি সরফরাজও। ম্যাট হেনরির বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ হন তিনি। ১০ রানে ৩ উইকেট হারায় ভারত।

৬৩ বল খেলে মাত্র ১৩ রান করে ও'রর্কের দ্বিতীয় শিকার হন ওপেনার যসস্বি জয়সওয়াল। অ্যাজাজ প্যাটেলের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে রাহুলকেও (৬ বলে ০) তুলে নেন ডানহাতি কিউই পেসার। ও'রর্কের বলে টম ব্লান্ডেলের তালুবন্দি হন তিনি।

পরের ওভারে জাদেজাকে তুলে নেন হ্যানরি। পয়েন্ট অঞ্চলে প্যাটেলের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার। পরের বলেই অশ্বিনকে (১ বলে ০) ফেরান হ্যানরি।

রিশভ পান্ত করেন ভারতের হয়ে সর্বোচ্চ ২০ রান (৪৯ বলে)। হ্যানরির তৃতীয় শিকার হন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। ধরা পড়েন টম লাথামের হাতে। জাসপ্রিত বুমরাহ ১ ও কুলদীপ যাদব ২ রানে আউট হলে শেষ হয় ভারতের লজ্জাজনক ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে ফাইফার পূর্ণ করেন ম্যাট হ্যানরি। মাত্র ১৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ডানহাতি কিউই পেসার। ২২ রানে ৪ উইকেট নেন উইলিয়াম ও'রর্কে।

কা/আ