গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে কাদেরের বাজিমাত

প্রকাশ : 2021-11-26 19:23:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে কাদেরের বাজিমাত

পীরগাছা উপজেলার তালুক ঈশাদ গ্রামে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন বাজিমাত করেছেন কৃষক আব্দুল কাদের। মাত্র ৭০ দিনে তার ক্ষেতের পেঁয়াজ তোলার উপযুক্ত হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। 

সরেজমিনে গিয়ে কৃষক কাদের এর সাথে কথা বলে জানাগেছে কৃষি বিভাগের সহযোগিতায় গত সেপ্টেম্বর মাসের শুরুতে তিনি জমিতে পেঁয়াজের চারা রোপন করছেন। মাত্র দুই মাস ১০ দিনে তার ক্ষেতের পেঁয়াজ তোলার উপযুক্ত হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। পাতাসহ মাত্র ৭টি পেঁয়াজের ওজন হয়েছে ১কেজি ১৭ গ্রাম। হালকা লাল রঙ্গের এই পেঁয়াজের বাজারে প্রচুর চাহিদা রয়েছে। তিনি জানান প্রথম যখন শুনলাম সরকার অসময়ে পেঁয়াজ চাষের জন্য সব কিছু দিবে, তখন নিজেও বিশ্বাস করতে পারিনি পেঁয়াজ হবে। তার পরেও এক খন্ড জমিতে পেঁয়াজ চাষ করি এবং ভাল ফলন হয়েছে। এখন থেকে প্রতিবছর গ্রীষ্মকালে পেঁয়াজের চাষ করবো। শুধু আব্দুল কাদের নয়, তার পেঁয়াজ চাষে সাফল্য দেখে আশেপাশের কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন। তারাও আগামীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করবেন বলে জানিয়েছেন। 

পীরগাছা কৃষিকর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, উপজেলায় কৃষি প্রণোদনা কর্মস‚চির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধির ৫০টি প্রদর্শনী করা হয়। এসব প্রদর্শনীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের ঈর্ষণীয় সাফল্য অজির্ত হয়েছে। নতুন এ কার্যক্রমটি দেশের পেঁয়াজের ঘাটতি প‚রণে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে এবং বাজারে পেঁয়াজ সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।