গোলাম কবির এর দু'টো কবিতা

প্রকাশ : 2021-07-10 10:11:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গোলাম কবির এর দু'টো কবিতা

" অনন্ত সুন্দর উচ্চারণের নাম ভালবাসা "

মিশমিশে নিবিড় কালো অথবা 
ত্রয়োদশী জ্যোৎস্নার উপচে পড়া
 প্লাবনভাসা মধ্যরাতে 
মায়াভরা শিহরণ জাগানিয়া বাঁধ ভাঙা
 আহ্বানে আলিঙ্গনের শৃঙ্খলে ভাঙা 
কাঁচের চুড়ির টুংটাং শব্দের সুরের যাদুতে
 শরীর এবং চুলের গন্ধে মাতাল হয়ে
দুঃখ ভুলে যাওয়া নদীর নাম - তুমি!
অথচ হৃদয়ে তখন তোমার
আলোয় ঝলমলে রোদ্দুরের প্লাবন! 
তাই তো অনন্ত সুন্দর 
উচ্চারণের নাম ভালবাসা!

                ******
" তোমার কথা মনে পড়তেই "

 তোমার কথা মনে পড়তেই বুকের মধ্যে
 হাজার বছর লুকিয়ে থাকা বরফ গলে
 নদী বয়ে যায়, মায়াবতী মেঘেরা আমার
 আকাশে ঘুরে বেড়ায়, আবার কখনো 
 কপট রাগের ভাণ করে ফুঁসে ওঠে,  
 বিদ্যুৎচমকে চমকে দ্যায় আমাকেও 
 কিন্তু বৃষ্টি হয়ে এখন আর ঝরে না! 
 অথচ আমার উঠোনেই 
 খেলা করে ওরা সারাদিন!