গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৭
প্রকাশ : 2022-05-14 12:15:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে দক্ষিণফুকরা এলাকার মিল্টন বাজারের সামনে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম জানান, রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।