গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঢাকায় স্বস্তি
প্রকাশ : 2025-09-07 10:51:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

শনিবার দিবাগত রাত থেকে রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে গরমের তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে।আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ হালকা বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ ছিল। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।