গাবতলী মহিলা কলেজে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশ : 2022-03-29 21:05:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাবতলী মহিলা কলেজে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মঙ্গলবার (২৯শে মার্চ ২২) বগুড়ার গাবতলী মহিলা কলেজের আয়োজনে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন। 

কলেজ গভর্নিং বডির সভাপতি পৌর মেয়র মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, কলেজের সাবেক প্রতিষ্টাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, সহকারী অধ্যাপক জাঙ্গাগীর আলম, সহকারী অধ্যাপক আব্দুর সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না’সহ কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন প্রভাষক জহিরুল ইসলাম ও আব্দুর রহিম। এরপূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।