গাবতলীর কাগইলে দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ
প্রকাশ : 2022-03-07 19:57:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সোমবার বগুড়া গাবতলীর কাগইল বাজারে হত-দরিদ্রদের (ভোক্তাগণ) মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য (প্রতিকেজী ১০টাকা মূল্যে) চাল বিতরণ করা হয়েছে। স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ উদ্বোধন করেন কাগইল ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন খাদ্যশস্য বিতরণে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাদৎ হোসেন, স্থানীয় আব্দুল বারী, ডিলার আবুজার গাফফারী, ভোক্তা তহিরুল ইসলাম, জরিনা বেগম প্রমূখ। উল্লেখ্য, কাগইল বাজারে ডিলার আবুজার গাফফারী এর নিকট থেকে মোট ৫৩০জন ভোক্তা ১০টাকা প্রতি কেজী দরে জনপ্রতি ৩০কেজী করে চাল (খাদ্যশস্য) সংগ্রহ করতে পারবেন।