গাবতলীর উপজেলা আ.লীগের সভাপতি মিলু-জনি সম্পাদক নির্বাচিত 

প্রকাশ : 2022-02-28 21:13:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাবতলীর উপজেলা আ.লীগের সভাপতি মিলু-জনি সম্পাদক নির্বাচিত 

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করা হয়েছে। পৌর সদরের হাইস্কুল হলরুমে সম্মেলনের ২য় অধিবেশনে সোমবার সর্বসম্মতিক্রমে এই ফলাফল ঘোষণা করেন অধিবেশনের সভাপতি ও জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু। ফলাফলে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুকে সভাপতি ও উপজেলা আ.লীগের প্রয়াত সভাপতি এ এইচ আজম খানের ছেলে ফয়সাল খান জনিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। আরো বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি মকবুল হোসেন মুকুল ও টিএম মুসা পেস্তা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব ও শাহাদৎ আলম ঝুনু, দপ্তর সম্পাদক আলরাজী জুয়েল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য শফিকুল ইসলাম নাফরু, আলমগীর রহমান, এমরান হোসেন রিবন, বগুড়া পৌর আ.লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনসহ জেলা, উপজেলা ও পৌর আ.লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, গতকাল রোববার উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও সম্মেলনে কোন ফলাফল ঘোষণা করা হয়নি। তবে গতকাল বিকেলে ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুকে সভাপতি ও ফয়সাল খান জনিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।