গাবতলীতে ৬০টি নকল সীলসহ প্রতারক গ্রেফতার
প্রকাশ : 2022-04-26 10:51:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গতকাল সোমবার বগুড়ার গাবতলীতে ভূমি অফিসের বিভিন্ন প্রকারের অর্ধশতাধিক নকল সীলসহ প্রতারক রুহুল আমিন রহিম (৩০) কে আটক করা হয়েছে। আটককৃত রুহুল আমিন রহিম গাবতলী পৌসভাধীন ৩নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া গ্রামের দুলাল মোহরীর ছেলে।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরে গাবতলীর সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তেতে থানার তিন মাথা মোড় থেকে রুহুল আমিন রহিমকে আটক করে তার দেহ তল্লাশী করে খাজনা আদায়ের দাখিলা ও খতিয়ান কাগজপত্র উদ্ধার করে। পরে আটককৃত রহিমের স্বীকারোক্তিতে তার বাড়ী থেকে ২০১৪সাল থেকে বগুড়া জেলা সদরের এবং গাবতলী উপজেলা নির্বাহী অফিসার, এ্যাসিল্যান্ড, উপজেলা ও জেলা সাব রেজিষ্টার কর্মকর্তা ভূমি অফিসের অর্ধশতাধিক নকল সীল, খাজনা আদায়ের দাখিলা ও খতিয়ান কাগজপত্র উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মডেল থানায় মামলার প্রস্ততি চলছে।