গাবতলীতে সমবায় সমিতির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-02-28 21:15:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাবতলীতে সমবায় সমিতির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র আয়োজনে গাবতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেকসেনা আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল করিম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সফল ৩ জন সমবায় সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।