গাবতলীতে যুবলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : 2022-06-28 11:02:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাননীয় প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় কটুক্তির প্রতিবাদে গতকাল সোমবার (২৭ শে জুন২২) বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের উদ্যোগে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা’র পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক পাইকার মিলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) নুরেজ্জামান সিদ্দীকি, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য এ্যাডঃ নাফরু, বগুড়া পৌর আ’লীগ নেতা শেখ শামীম, এ্যাডঃ রুপালী, জেলা যুবলীগ নেতা মাইসুল তোফায়েল কোয়েল, লতিফুল ইসরাত মুন্না, শিপুল, বাপ্পি চৌধুরী, ডনেল, সাজেদুর রহমান সিজু, নাছির উদ্দিন নান্নু, কাউছার হামিদ রুবেল, জাকারিয়া আদিল, এনামুল হক মনির, আজমেরী খোদা নোমান, এমরান আলী রনি, সৌরভ, রাসেল মন্ডল, সাজ্জাত হোসেন সম্রাট, তাপস চক্রবর্তী, আনন্দ কুমার দাস, জান্নাতুল আলম খান রুমেন, গাবতলী পৌর আ’লীগের সভাপতি আজিজার পাইকার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, তারাজুল ইসলাম টিটু, আহসান হাবিব মিঠু পাইকার, যুবনেতা জাফরু পাইকার, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মানিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর হিরণ পাইকার, সহ-সভাপতি মাহবুব, সাংগঠনিক সম্পাদক পিপুল’সহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী প্রমূখ।